মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে ১৫টি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷ এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিশারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্র্যাড. শ্যামল কুমার দে,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার,ক্ষেত্র সহকারি দেবাশীষ বিশ্বাস,শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ,সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন সরকারি দপ্তর এর কর্মকর্তা বৃন্দ ।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার বলেন, আমরা মাছে ভাতে বাঙালি৷ তাই মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নির্দ্দেশে
উপজেলার ১৫টি পুকুর জলাশয়ে অভ্যান্তরীণ মাছের পোনা অবমুক্তকরন এর উদ্যোগ নেয় মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে আজ শালিখা উপজেলা পরিষদ পুকুর সহ উপজেলার বিভিন্ন পুকুর জলাশয়ে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷
Like this:
Like Loading...