মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, অগাস্ট ১২, ২০২২ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। Magura news
- শ্রীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু। Magura news
- শালিখায় মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মশালা অনুষ্ঠিত। Magura news
- মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ
- শ্রীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন। Magura news
- শ্রীপুরে পর্যাপ্ত পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা। Magura news
- শালিখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। Magura news
- শ্রীপুরে সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাহেব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। Magura news
- শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন। Magura news
- চলে গেলেন সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী। Magura news
আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। এখনো প্রয়োজন মতো বৃষ্টিপাত হচ্ছে না।
পানির অভাবে মাঠ-ঘাট-পুকুর প্রায় পানিশূন্য। চলতি মৌসুমে মাগুরার শালিখা উপজেলায় পাটের বাম্পার ফলন হলেও এখন সেই পাট জাগ দিতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। পর্যাপ্ত পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না তারা। শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।
খাল-বিল- ডোবা শুকিয়ে যাওয়ার কারণে পাট কেটে ক্ষেতে বা রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। বৃষ্টির দেখা না পেয়ে পাট জাগ দেয়া নিয়ে অনেক চিন্তায় পড়েছেন কৃষক ।
আষাঢ়ের মাঝামাঝি হালকা বৃষ্টিপাত ও আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকায় উপজেলার বিভিন্ন গ্রামে প্রান্তিক পাট চাষিরা তাদের পার্ট কাটেন। কিন্তু পাট কেটে জমিতে ফেলে রেখেছেন তারা। গ্রামের ছোট খাল, ডোবা, নালায় পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না অনেকে । অনেকে আবার পানি নেই দেখে পাটই কাটেন নি এখনো। জাগ না দিতে পারলে প্রান্তিক চাষিরা ক্ষতির সম্মুখিন হবেন ।
পাটচাষি উপজেলা সদর আড়পাড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। কিন্তু পানির অভাবে মাঠ-ঘাট ফেঁটে প্রায় চৌচির। কৃষকেরা পাট কেটে মাঠে ফেলে রেখেছেন। পাট ক্ষেতেই অনেকটা শুকিয়ে যাচ্ছে। পাট জাগ দিতে ৮-১০ হাত পানির দরকার।
আমার ১০ বিঘা জমি, পাটের বাম্পার ফলন হয়েছে। কিন্তু পাট কেটে ক্ষেতে ফেলে রেখেছি । কোথাও পানি নেই । কৃষকেরা সময় মতো যদি পাট জাগ দিতে না পারেন, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন ।
ভাটোয়াইল গ্রামের রেজাউল মোল্যা জানান, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে । তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না থাকায় আমরা কৃষকেরা পাঠ জাগ দিতে পারছিনা।
উপজেলার কৃষি কর্মকর্তা আলঙ্গীর হোসেন জানান, চলতি মৌসুমে শালিখা উপজেলায় ৩৯৩৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যেখানে গত বছর ছিলো ৩৮৯০ হেক্টর জমিতে আবাদ। গত বছরের তুলনায় এ বছর ৪৫ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।চাহিদা অনুযায়ী বৃষ্টি না হওয়ার কারণে প্রান্তিক কৃষকেরা বিপাকে পড়েছেন ।
তিনি আরো বলেন, শালিখাতে অধিকাংশ ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ার কারণে পানি অনেকটা কম । তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে কৃষকদের রিবন রিডিং পদ্ধতিতে পাট জাগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে । মাটিতে গর্ত খুঁড়ে পাট পচানোর পদ্ধতি বেশ জটিল, আঁশ ছাড়ানো কঠিন, তাই এখনো এ পদ্ধতিতে কৃষক যেতে চান না পানিতে পাট কেটে কয়েকদিন ভিজিয়ে রাখার পর আঁশ নরম হয়ে যায়। একে বলে জাগ দেয়া। জাগ দেয়ার পর সহজেই পাটকাঠি থেকে পাটের আঁশ ছড়ানো যায়।