শালিখা উপজেলার দরিশলই গ্রামকে ভিটামিন সি ভিলেজ গ্রাম হিসাবে গড়ে তুলার লক্ষে কৃষকভুবন যশোরের আয়োজনে আজ উপজেলার দরিশলই মধ্যপাড়া সিআইজি পুরুষ(ফসল) সমিতি ও গ্রামবাসীর মধ্যে ১ হাজার আমলকি গাছ বিতরণ করা হয়৷ গাছ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন কৃষক ভুবন এর ইউডিএফ মোঃ ইবাদ আলী আরো উপস্থিত ছিলেন রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ,সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব,ইউপি সদস্য আসাদুজ্জামান প্রমূখ৷