মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শুক্রবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম।সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান। সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ খুরশীদ আলম রনি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।প্রস্তুতি সভায় ৪ জুনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বক্তিয়ার লস্কর।