মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শনিবার, জুলাই ২, ২০২২ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের Magura news
- মাগুরা পৌর সভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা। Magura news
- শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত। Magura news
- মাগুরায় ইায়াবার চালান সন্দেহে তল্লাশী করে ১০০ ভরি সোনাসহ চোরাকারবারীকে গ্রেপ্তার। Magura news
- মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে আইনগত সহায়তা বিষয়ে বিচারক এবং কর্মচারীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত। Magura news
- শ্রীপুরে উদ্ধার হওয়া ১৪টি পরিযায়ী বালিহাস পাখির বাচ্চা অবমুক্ত। Magura news
- শ্রীপুরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ। Magura news
- শালিখায় ১২১০ জন কৃষক পেল সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ। Magura news
- শালিখায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির সভা অনুষ্ঠিত। Magura news
- শালিখায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত। Magura news
শালিখায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন কর্মকর্তা না থাকায় ধীরগতিতে চলছে অফিসের কার্যক্রম। এছাড়াও অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা সময়মতো আসছে না অফিসে ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত পশুখামারী ও সেবা নিতে আসা ব্যক্তিরা পড়ছেন চরম বিপাকে । গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে দেখা যায় এমন চিত্র।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২ তারিখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আনিসুল হক এর পদোন্নতি জনিত বদলির কারণে পদটি শূন্য হয়। বর্তমানে পদটিতে অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মদন কুমার রায়। তিনি বলেন শালিখা উপজেলার কয়েকটি দপ্তর এর মধ্যে পশুসম্পদ একটি গুরুত্বপূর্ণ দপ্তর এখানে পদ শূন্য হওয়ার পর থেকে আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি সপ্তাহে ২-৩ দিন যা এই দপ্তরটি জন্য যথেষ্ট নয়।
তিনি আরও জানান জরুরি মুহূর্তে শালিখা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন জরুরী ফাইলগুলো সই করা, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি নেওয়া এবং নানা প্রয়োজনে দপ্তরটির লোকদের কষ্ট করে যেতে হয় শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে যা মোটেও সমীচীন নয়। এছাড়াও গত তিন বছর আগে উপজেলা ভেটেনারি সার্জন কর্মকর্তা মাসুমা খাতুন এর বদলী জনিত কারণে শালিখা উপজেলার ভেটেনারি সার্জন এর পদ শূন্য হয় যেখানে নতুন করে এখনো কাউকে পদায়ন করা হয়নি।
শালিখা উপজেলা পশুসম্পদ অফিসে সেবা নিতে আসা কয়েকজন লোকের সাথে কথা বলে জানা যায়, দপ্তরটিতে প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন কর্মকর্তা না থাকায় পশু চিকিৎসা ও লালন-পালনের বিষয়ে পরিপূর্ণ সেবা পাচ্ছেন না তারা। এ ব্যাপারে মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা বলেছেন পর্যাপ্ত লোকবল না থাকায় এমন সমস্যা হচ্ছে তবে নতুন করে লোকবল নিয়োগ দিলে এ সমস্যার সমাধান হবে।