মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ৬৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর। আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের দলিল , চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত থেকে ঘরের চাবি হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুননেছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন নতুন ঘরের চাবি ও দলিল পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা পাশাপাশি নতুন ঘরের চাবি,দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।