মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ উদযাপিত হয়েছে।আজ ২ মার্চ ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ।অনুষ্ঠনটি সার্বিক পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান। এ
সময় নতুন ভোটারদের ছবি তোলা ও জাতীয় পরিচয় পত্র প্রদানকরা হয়।