মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল শতখালী যুব সংঘের আয়োজনে রাত ৯ টায় এক জমকালো সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক সন্ধায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু। উলেক্ষ্য ১ লা জানুয়ারী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাত ৯ টা থেকে এক জমকালো সাংস্কৃতিক সন্ধার আয়োজন হয়।
সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত ব্যান্ড বাউলিয়া দলের সদস্য জুলি মন্ডল,উক্ত দলের ভোকাল কাবলী শাহীন,কন্ঠ শিল্পী মৌসুমি মৌ,আরো গান পরিবেশন করেন পারভিন সুলতানা।বাউলিয়া ব্যান্ডের টিম ম্যানেজার শুনামধন্য গীতিকার শরীফ আলদিন(তুমি হাতটি শুধু ধরো, আমি হবো না আর কারোর) বলেন,আমরা সুদুর ঢাকা থেকে এসেছি,এখানে দর্শকদের উচ্ছাস দেখে মন ভরে গেছে।পরিশেষে ইউপি চেয়ারম্যান আনোয়ান হোসেন ঝন্টু ভাইকে ধন্যবাদ এই রকম সাংস্কৃতিক সন্ধায় আমাদের গান পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শালিখা উপজেলার হাজারও শ্রোতা। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।
Like this:
Like Loading...