মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে "অপারেশন ডেভিল হান্ট" এর অভিযানে মৎস্যজীবী লীগের সদস্য সচিব আটক
- শ্রীপুরে ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
- শ্রীপুরের সোনাতুন্দী গ্রামের মদীনাতুল উলূম মাদ্রাসায় ১০তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- শ্রীপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- মাগুরায় "ইচ্ছে ঘুড়ি" কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
- মাগুরায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন- মনিরুজ্জামান আহবায়ক- শহিদুজ্জামান চাঁদ সদস্য সচিব
- শ্রীপুরে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতারক চক্রের মূল হোতা আটক
শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৮ তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার চেয়ারম্যান,মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কার্যলয়ে সকাল ১০ টায় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ দেন উপজেলা কর্মকর্তা মোঃ মতিউর রহমান। এসময় প্রার্থী ও তাদের সমার্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। মোট ৩৭৯ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে ৩৬ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ জন,সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আরও জানা যায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১ জন,সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী ৮ জন। বিভিন্ন পদে মোট ১৫ জন প্রার্থী স্ব-ইচ্ছায় তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন কার্লয়ল সূত্রে জানা গেছে, আড়পাড়া ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত সদস্য (মহিলা) ওয়ার্ডে বিনা প্রতিদন্দিতায় আইভি বিশ্বাস জয়ী হয়েছেন। জানা গেছে,ধনেশ্বরগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী শ্রী বিমলেন্দু শিকাদার নৌকা, গোবিন্দ চন্দ্র বিশ্বাস চশমা, মোঃ গোলাম ছরোয়ার মোটর সাইকেল, মোঃ বছির উদ্দীন মোল্ল্যা হাত পাখা, মোঃ শওকত আলী আনারস। তালখড়ি ইউনিয়নে মোঃ সিরাজ উদ্দীন মন্ডল নৌকা, ইলিয়াস আলী টেলিফোন, মোঃ মজনু মিয়া মোটর সাইকেল, মোঃ মহাব্বত আলী হাত পাখা, মোঃ মোতালেব হোসেন আনারস, মোঃ সামছুর রহমান চশমা। আড়পাড়া ইউনিয়নে মুন্সী আবু হানিফ নৌকা, নয়নুজ্জামান আনারস, মোঃ আরজ আলী চশমা, মোঃ খেলাফত হোসেন হাতপাখা,মোঃ মহসীন আলী ঘোড়া, মোঃ হাবিবুর রহমান মোটর সাইকেল।
শতখালী ইউনিয়নে আনোয়ার হোসেন ঝন্টু নৌকা, মোঃ আকবার আলী মোল্যা ঘোড়া, মোঃ কামাল হোসেন মোটর সাইকেল, মোঃ জাফর মোল্যা চশমা, মোঃ শরিফুল ইসলাম হাতপাখা, মোঃ হুমায়ুন ফরিদ আনারস। শালিখা ইউনিয়নে মোঃ বাবলু হোসেন নৌকা, মোঃ আনিচুর রহমান মোল্যা মোটর সাইকেল, মোঃ আলতাব হোসেন চশমা, মোঃ আলী হুসাইন শিকদার ঘোড়া, সেলিনা আক্তার আনারস। বুনাগাতী ইউনিয়নে, মোঃ বক্তিয়ার উদ্দিন নৌকা, মোঃ ইমদাদুল হক আনারস। গঙ্গারামপুর ইউনিয়নে, মোঃ আব্দুল হালিম মোল্লা নৌকা, মোঃ সামছুর রহমান আনারস, সৈয়দ রাসেল আলী মোটর সাইকেল, মোঃ আমিনুর রহমান হাত পাখা, আবু সেলিম রেজা চশমা।
নির্বাচন কার্য়লয় সূত্রে জানা যায়, শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের ৮২ কেন্দ্রে ৩৮৩ কক্ষে(বুথ) ১ লক্ষ ৩৪ হাজার ৪শত ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। আমরা সর্তক রয়েছি যে কোন অপ্রীতিকর ঘটনার ব্যাপারে। প্রার্থীদের আচারণ বিধি মেনে প্রচার -প্রচারনার আহবান জানান।