মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাসসহ
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ মন্ডল। এসময় উপজেলার ১৭১ টি পূজা মন্ডপের সভাপতি মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে ১৫ হাজার করে মোট ২৫ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য এ বছর উপজেলার ধনেশ্বরগাতী ২৬ টি আড়পাড়া ২৭ টি, তালখড়ি ২৫ টি, গঙ্গারামপুর ২৭টি, শালিখায় ১৪ টি, শতখালি ১৩ টি এবং বুনাগাতি ৪৮ টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।
Like this:
Like Loading...