শালিখায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৪ জনকে জরিমানা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ বুধবার  দুপুরে বুনাগাতীর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রয়কালীন অবস্থায় নড়াইলের কালিয়া উপজেলা থেকে আসা ফেরদাউস, আশুতোষ ও জসিম নামে তিনজন জাল বিক্রেতাকে ৩ হাজার ও আড়পাড়া বাজার থেকে ফরিদ নামে একজন জাল বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস অবৈধ কারেন্ট জাল(২৭০০০ মিটার) জব্দ করা হয়। যা বিকালে উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মু. সেকেন্দার আলী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, ক্ষেত্র সহকারী খন্দকার ইজাজ, দেবাশীষ বিশ্বাসসহ আনসার সদস্য বৃন্দ প্রমুখ। উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মাছের এই ভরা মৌসুমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যদস্যু নির্মূলে আমাদের এই অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
May ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: