মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার মাগুরার শালিখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা- ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাগুরা-২আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।