বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও উপলক্ষে জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সজল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
প্রধান অতিথির সাইফুজ্জামান শিখর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ ভালো আছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিসহ আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সোহরাব হোসেন সবুজ প্রমুখ।আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।