মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকাবহ আগস্ট পালনের লক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে শ্রীপুর উপজেলার আওয়ামীলীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। এর অংশ হিসেবে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাসব্যাপী শোকাবহ আগস্ট কর্মসুচির মধ্যে শ্রীপুর উপজেলায় ২৬ আগস্ট ছিল পালনের শেষদিন। শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ শনিবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের পর থেকেই শ্রীপুর সদর ইউনিয়ন ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের শতশত নারী-পুরুষ মিছিল নিয়ে স্বতঃস্ফুর্তভাবে শোকসভায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বাদিয়ার রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মসিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম. ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী তারিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়া ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম টোকনসহ আরোও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।