বিশেষ প্রতিবেদক-
সাধক পুরুষ লোকনাথ বাবাজীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে আজ শনিবার মাগুরায় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বিশেষ পুজা ,বাল্য ভোগ , অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরন ও ধর্মীয় অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে শহরের দড়ি মাগুরা ছানার
বটতলা থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন । শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতদোহা লেংটা বাবাজীর আশ্রমে গিয়ে শেষ হয় । এছাড়া দড়ি মাগুরা ছানার বটতলা লোকনাথ মন্দির , সর্দার পাড়া , নিজনান্দয়ালী কুটিবাড়ি প্রাঙ্গনে লোকনাথ পূজা অনুষ্ঠিত হয়।