বিশেষ প্রতিবেদক-
জাসদ কেন্দ্রীয় সভাপতি ও তথ্য মন্ত্রালয় সম্পর্কিত সংদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন , বিএনপি জামাতদের মুখে বাংলাদেশ, অন্তরে পাকিস্থান। যথা সময়ে নির্বাচন হবে জামাত, জঙ্গি, রাজাকারের চক্রান্ত আটকাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা আলোর বাতি। বিএনপি জামাতের উদ্দেশ্যে বলেন, নিবর্চানের ট্রেনে উঠুন না-হয় কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যান। নির্বাচনের ট্রেন যথাসমেয়ে ষ্টেশনে এসে যাবে। জাসদ ১৪ দলের সাথে ভোট করবে।
তিনি আজ শনিবার বিকালে মাগুরা নোমানী ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ
মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিক জনসভায় প্রধান অতিথির ভাষনে
একথা বলেন। তিনি আরও বলেন , দন্ডিত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিএনপি
জামাত ষড়যন্ত্র করছে। বিএনপির হাতে দূর্ণীতি , দ্রব্যমূল্য কমানোর যাদুর কাঠি
নেই। জনসভায় সন্মানিত অতিথি ছিলেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম । সভায় প্রধান বক্তা ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম । মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক সমীর চক্রবতী প্রমুখ।