বিশেষ প্রতিবেদক-
আনন্দ ঘন পরিবেশে মাগুরায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আজ শুক্রবার পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৮টায় সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয় । গরুর গাড়ীসহ র্যালীতে বাদ্য যন্ত্র সহকারে বিপুল সংখ্যক সাধারন মানুষ অংশ নেন । জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীবের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মহাম্মদ
আবু নাসের বেগ। এরপর নোমানী ময়দনে লোকজ মেলা অনুষ্ঠিত হয। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিলাপীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন ।