বিশেষ প্রতিবেদক-
আজ রবিবার দুপুরে দেড়টার দিকে মাগুরায় পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে সাকিদুল ও আলিফ নামে ২টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সাকিদুল ( আড়াই বছর) মাগুরা সদর উপজেরার লস্করপুর গ্রামের সজিব মোল্লার এবং অলিফ ( ২ বছর ) জেলার মহম্মদপুরের নারায়নপুর গ্রামের তিলাম বিশ্বাসের পুত্র ।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায় , মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামে এবং
মহম্মদপুেের নারাযণপুর গ্রামে দুপুরে শিশু দুটি পুকুর পাড়ে খেলা করার সময়
পানিতে পড়ে নিখোজ হয়। খোজাখুজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
শিশু দুটিকে মাগুরা ২৫০ শর্য়্যা হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের
চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।