বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলা কারাগারের বন্দীদের জন্য টেলিভিশন . সেলাই মেশিন ও ধর্মীয় বই বিতরন করা হয়েছে। আজ দুপুরে মাগুরা জেলা কারাগার প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তর ,ইসলামিক ফাউন্ডেশন , হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট , কারা কর্তৃপক্ষ এর সহযোগীতায় মাগুরা জেলা প্রশাসন এর আয়োজন করেন। কারাবন্দীদের মধ্যে ৫টি টেলিভিশন , ২টি সেলাই মেশিন ও ধর্মীয় বই বিতরন করেন করেন মাগুরা জেলা প্রশাসক
মোহাম্মদ আবু নাসের বেগ।
এই সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস , সামাজসেবা অধিদপ্তরের উপ-পরিচারক আসাদুর রহমান , ইসলামিক ফাউন্ডেশনের মাগুরার উপ-পরিচালক মুহাম্মদ
মনিরুজ্জামান , জেলা কারাগারের জেল সুপার , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং গণ-মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা কারাগরে পুরাতন টেলিভিশন ছিল যে গুলিতে ভালো ছবি দেখা যেত না ।সেখানে ৫টি এল-ই-ডি টেলিভিশন , মহিলা কারাবন্দীদের প্রশিক্ষণের জন্য ২টি সেলাই মেশিন এবং বেশকিছু ধর্মীয় বই বিতরন করা হয় যেগুলি পাঠের মাধ্যমে কারাবন্দীরা সুস্থজীবন যাপন করতে পারবে।