বিশেষ প্রতিবেদক-
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ বুধবার মাগুরায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্ধসঢ়;রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাগুরা এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়াপ্রতিযোগিতা অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি থেকে উদ্ধোধন
করেন। জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীরের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাজী মকবুল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ। মাগুরা জেলার ৪ টি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই শীতকালীন
ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে। ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী খেলা এলাকার ক্রীড়ামোদীগন উপভোগ করে।