বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচি শুরু হয়।
প্রত্যুষে নোমানী ময়দান মাঠে মুক্তিযুদ্ধের বীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,
মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমন্ডার এস এম আব্দুর রহমান, সিভিল সার্জন অফিসার শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ।স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক,রাজনৈতিক, সাংস্কৃতিক,সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা,শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে ।