বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট হতে প্রাপ্ত ৮ জন সাংবাদিকদের মাঝে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত
সাংবাদিক কল্যান ট্রাস্ট হতে প্রাপ্ত ৮ জন সাংবাদিকদের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম ও জেলা প্রেসক্লাবের সাধার সম্পাদক শামিম আহম্মেদ খান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলে মাগুরার ৮ জন সাংবাদিকবৃন্দ উপকৃত হয়েছে। অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সাংবাদিক নাযিমুল ইসলাম সিদ্দিকী (ইউএনবি ),সাংবাদিক কাজী আশিক রহমান(প্রথম আলো ),সাংবাদিক মো: শাহীন আলম তুহিন(মানবজমিন),আব্দুল হাকিম (নিউ নেশন),সাংবাদিক আরাফাত হোসেন ( জি টিভি বাংলাদেশ বেতার),সাংবাদিক বিকাশ বাছার (আমার বার্তা), সাংবাদিক জয়ন্ত জোয়ারদার (
বাংলা নিউজ ) ও সাংবাদিক হাবিবুল হক ( গ্রামের কাগজ ) ।