বিশেষ প্রতিবেদক-
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আজ মঙ্গলবার মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি ছিলেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।