বিশেষ প্রতিবেদক-
“বেশী বেশী মাছ চাষ করি , বেকারত্ব দুর করি” -এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় জেলা মৎস্য অফিস প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির সভায় বক্তব্য রাখেন। তিনি জানান, এবছর মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচারনা , পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন , নিষিদ্ধজাল ব্যবহার না-করা , মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে সকলকে সচেতন করা হচ্ছে এবং মৎস্যচাষীদের প্রশিক্ষন দেয়া হবে । মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের মাগুরা জেরা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।