বিশেষ প্রতিবেদক –
মাগুরায় করোনা রোগীদের হাসপাতালে আনা নেয়ার জন্য আজ বৃহস্পতিবার একটি অত্যাধুনিক এম্বুলেন্স প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রদত্ত এ এম্বুলেন্সটি শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের ২৪ ঘন্টা বিনামূল্যে সেবার জন্য ব্যবহৃত হবে। এ এম্বুলেন্সে এসি, অক্সিজেনসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলে জানান জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আজ থেকে মাসব্যাপী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিট।