বিশেষ প্রতিবেদক –
বিএনপি নের্তত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ
চলাকালে মাগুরায় পেট্রোল বোমায় রওশন আলী , শাকিল, মতিন বিশ্বাস, ইয়াদুল
শেখসহ ৫ জন নিহতের ঘটনার মামালার সাক্ষ্য গ্রহন দীর্ঘ ৫বছর পর শুরু হয়েছে।
আজ বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা: ফারজানা ইয়াসমিন এর
আদালতে মামলাটি স্বাক্ষী গ্রহন ও জেরা শুরু হয়। মামলার বাদী এস আই আব্দুস
সালাম এর স্বাক্ষী ও জেরা সম্পন্ন হয়।
গত ২১ মার্চ ২০১৫ তারিখ রাতে বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল
অবরোধ চলাকালে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার মগির ঢাল নামকস্থানে দুর্বত্তদের পেট্রোল বোমার আঘাতে ৯ জন শ্রমিক দগ্ধ হয় এবং এর
মধ্যে রওশন আলী , শাকিল, মতিন বিশ্বাস, ইয়াদুল শেখসহ ৫ জন মারা যায় ।
হতাহতদের বাড়ি মাগুরার মালিক গ্রামে । তারা সকলে বালু শ্রমিক ।
এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয় এবং পুলিশ তদন্তশেষে ১৬ আগষ্ট ২০১৫ ২৩
জন বিএনপি , ছাত্রদল, জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
করে ।