মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ফাগুনেই ঝুম বর্ষা। শুক্রবার রাতের একটানা বৃষ্টির পর ধুয়ে মুছে সাফ হলো মাগুরা শহর। ফলে জনমনে ফিরে এসেছে স্বস্তিও। পুরো সড়কের দুপাশে ধুলোবালির আস্তরণ পড়ে বিবর্ণ হয়ে পড়েছিল সবুজ গাছপালা। বৃষ্টি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। বাহারি সবুজ দেখে মনটাই ভরে যাচ্ছে। আজ সকাল থেকে ফের দেখা গেল রোদের হাসি।
মাগুরা সদরের শ্রীরামপুর মাঠ থেকে সকালে তোলা ছবিতে ঝকঝকে রোদের হাসি।