মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শিশুদের নিয়ে ব্রাক ব্যাংকের আয়োজনে বণ্যাঢ্য আয়োজনে আজ বুধবার চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক এ চিত্রাংকন প্রতিযোগিতায় দুটি গ্রুপে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
ব্রাক ব্যাংকের মাগুরা জেলা ম্যানেজার শরিফুল ইসলামের সভাপতিত্বে বিকেলে ব্যাংকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগমসহ অন্যরা।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।