মাগুরানিউজ.কমঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আজ শুক্রবার সকালে মাগুরা সদরের রাউতরা মোস্তফা আজিজ আর্ট স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মোস্তফা আজিজ আর্ট স্কুল আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা আজিজ আর্ট স্কুলের সত্ত্বাধিকারী মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, আকরাম হোসেন, আব্দুল ওহাব প্রমুখ।
প্রতিযোগিতায় হাজরাপুর, হাজীপুর, রাঘবদাইড় ইউনিয়ন ও পাশ্ববতী ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিশু-কিশোর-কিশোরী অংশ নেয় ।