মাঠভরা দর্শক- ‘উৎসাহ জোগাচ্ছে’ জানালেন ইউএনও

মাগুরানিউজ.কমঃ জয় মিত্র – 

এই না হলে ফুটবল! বেরইল পলিতার সুন্দরবন ক্লাব মাঠ যেন বিনোদনের পসরা সাজিয়ে বসেছিল। মাঠভরা দর্শক হলো, গোল হলো, রূদ্ধশ্বাস লড়াইও হলো। যে লড়াইয়ে শেষ হাসি হাসল বেরইলপলিতা ইউনিয়ন।

মাগুরা সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে আজ বেরইল পলিতার সুন্দরবন ক্লাব মাঠে বেরইল পলিতা মুখোমুখি হয় গোপালগ্রাম ইউনিয়নের। খেলায় বেরইলপলিতা ইউনিয়ন ২-০ গোলে গোপালগ্রাম ইউনিয়নকে পরাজিত করে।

আজ অন্যান্যের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. ডঃ শ্রী বিরেন শিকদার।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, ‘১৩ টি ইউনিয়ন ৩টি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ”মাঠ ভর্তি দর্শকের উপস্থিতি আমাদের উৎসাহ যোগাচ্ছে। আসুন সবাই মাদক ছেড়ে খেলার মাঠে যাই, সুন্দর মাগুরা গড়ে তুলি।”

সকল আয়োজনে সহযোগীতার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ও দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার বিকালে রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: