মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
সনাতনী প্রথা থেকে বেড়িয়ে এবার মাগুরার অনেক পূজা মন্ডপের প্রতিমায় এসেছে ভিন্নতা। ভক্তদের তুষ্টি, দর্শকদের মনোরঞ্জন আর জনসচেতনায় নতুন নতুন থিম নিয়ে সজ্জার কাজ চলছে মাগুরার পূজো মন্ডপগুলোয়।
‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, জেলাতে এ বছর ৬৪৫টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে মাগুরা সদর উপজেলায় ২০১টি, শালিখা ১৫৪টি, শ্রীপুরে ১৫৫টি এবং মহম্মদপুরে ১২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দেবীর আগমনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন পূজার আয়োজকেরা। প্রতিমা শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে নিপূন হাতে তৈরি করছেন প্রতিমা। জেলা ও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ তুলির কাজ। ৪ অক্টোবর মহাষষ্ঠি পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজা। শেষ হবে বিজয়া দশমীর মধ্য দিয়ে।
মাগুরা জেলা পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ান বলেন, জেলার প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ, আনসার, ভিডিপি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।