বিশেষ প্রতিবেদক-
মাগুরায় কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সন্ধায় মাগুরা জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের টান্ডাব বয়ে যাওয়ায় মাঠের
ধরন্ত কলা গাছ, পেপে গাছ, পাকা গম, আমের গুটি ও শবজী বাজানের ব্যাপক ক্ষতি
হয়েছে। কালবৈশাখী ঝড়ে জেলার বরুনাতৈল, রামনগর, বেলনগর, ওয়াপদা ও বিভিন্ন
এলাকায় ফসলী জমির ক্ষতি হওয়ায় কৃষকরা বিপাকে পরেছে। উপজেলা কৃষি
কর্মকর্তা হুমায়ুন কবির জানান জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ফসলের
ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষকরা বিপাকে পরেছে। বিশেষ করে জেলার সদর উপজেলার রামনগর ও বেলনগরের কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের তাহারুল মোল্লার ৫ বিঘা জমিতে ৪৮০০ কলাগাছ ও রফিকুল ইসলামের ৩ বিঘা জমিতে ৩০০০ কলাগাছ কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে নষ্ট হয় ফলে এই দুই কলাচাষীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়। কালবৈশাখী ঝড়ে কলা চাষীরা
আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।