বিশেষ প্রতিবেদক-
মাগুরায় খুচরা কয়েন নিয়ে বিপাকে পড়েছে সাধারন মানুষ । কোন
দোকানে ১০, ২৫, ৫০ পয়সা , এক টাকার, দুই টাকার কয়েন না নেওয়ায় সেগুলো
অনেকের ঘরে পড়ে রয়েছে। জানাগেছে, মাগুরার কোন জায়গায় ১০, ২৫, ৫০, এক
টাকার ও দুই টাকার কয়েন কোন দোকানদার নেন না। দোকানে মালামাল ক্রয় ও বিক্রয়ে ৫ টাকার কয়েন ছাড়া কোন দোকানদার খুচরা নেননা । খুচরা কয়েন নিয়ে গেলে বিক্রিতারা
পন্য বিক্রি করেন না। অপরদিকে ক্রেতারাও খুচরা কয়েন নেন না। ফলে এক প্রকার
অঘোষিত অচল হয়ে পড়েছে ১০, ২৫, ৫০ এক ও দুই টাকার কয়েন । এমনকি ফকিররা
ভিক্ষায় কয়েন দিলে ফিরিয়ে দেন।