বিশেষ প্রতিবেদক-
শনিবার বিকালে মাগুরার শ্রীপুরের বারইপাড়া গ্রামে দূর্ঘটনায় রামিয়া (৪) নামে
এক শিশু নিহত হযেছে। নিহত রাহিমা জেলার শ্রীপুরের বারইপাড়া গ্রামের কৃষক সুজন
মিয়ার মেয়ে । নিহতের পারিবারিক সুত্রে জানাযায় , জেলার শ্রীপুরের বারইপাড়া গ্রামে নিহত শিশু রামিয়া দৌড়ে রাস্তা পারহওয়ার সময় দ্রুতগতির ব্যাটারী চালিত ইজিবাইক তাকে চাপাদিলে সে গুরুতর আহত হয়। তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসাপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।