মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
খুশির আনন্দ ছুঁয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে, সব বয়সী মানুষের মনে। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ শুক্রবার শুরু হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরাসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।
শুভক্ষনে এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রত্যাশা করি সকল অশুভ শক্তি দূরে সরে গিয়ে সফল আর আনন্দঘন পরিবেশে উৎসবমুখর হয়ে উঠবে এই শারদীয় দিনগুলো এবং আগামী। অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র্য অটুট থাকুক আমাদের মাঝে। সকল আনন্দ-বেদনায় আমরা সবসময়ই যেন একে অন্যের পাশেই থাকতে পারি।
শারদীয় দুর্গোৎসব আমাদের সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক৷ মা দুর্গার আগমনে মুখরিত হোক বিশ্ব চরাচর। সবাই সুখী হোক, সবার প্রাণ ভরে উঠুক সুখানুভবে। দুর্গতিনাশিনী দেবী দুর্গা আমাদের সকলের সকল দুর্গতি নাশ করুন। উৎসবের আনন্দ সবার জন্যই সমান হোক, উৎসব হোক সর্বজনীন। পৃথিবীর সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।