মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাগুরাবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরার দুর্গাপূজার আয়োজনে ঐতিহ্যমন্ডিত মাগুরা থানাপাড়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি এপিপি এ্যাড. রতন কুমার মিত্র।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তায় এ্যাড. রতন কুমার মিত্র মাগুরার হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন, ঐক্য, পরমতসহিষ্ণুতা আর ধর্ম-নিরপেক্ষতার চর্চা এ দেশের মানুষের অনন্য বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।