মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে প্রাণআপ বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেভারেজ ব্যাণ্ড ‘প্রাণ আপ’।
৪ নভেম্বর সোমবার মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের এমপি ডঃ বিরেন শিকদার।
প্রতিযোগিতায় মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্তত ২০ দল অংশ নেয়। মধুমতির দুই পাড়ে হাজার হাজার দর্শক নির্মল প্রকৃতিতে দু’চোখ ভরে নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি ও পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে। আমুদে দর্শকদের ঢল নামে মধুমতির দুই পাড়ে। অন্যরকম উপভোগ্য আবহ তৈরি হয় মধুমতির বুকে।