বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-
নানা আয়োজনে মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বেলা ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষ উপজেলা পরিষদ হল রুমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মামুনুর রশিদ বিপ্লবের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসকে নুরুজ্জামান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাবেক আহবায়ক শেখ মো ঈদুল, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চুন্নু, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা, দীঘা ইউপি চেয়ারম্যান মো: খোকন মিয়া, মাগুরা জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার রুপালী, যুগ্ম আহবায়ক রজব আলীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলােচনা সভা শেষে কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।