বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-
মহম্মদপুর থেকে মোটরসাইকেলে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে বাসের ধাক্কায় ট্রাস্ট ট্রান্সপোর্টের কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২ টার সময় মানিকগঞ্জ উপজেলার ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রান্সপোর্ট কর্মীর নাম মোঃ ইমরান শেখ (৩২)। তিনি উপজেলার ধোয়াইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা। ইমরান ঢাকার ট্রাস্ট ট্রান্সপোর্টের কর্মী হিসাবে কর্মরত ছিলেন। সে ওই গ্রামের আজিজার শেখের একমাত্র ছেলে। নিহত হাফেজ ইমরান শেখের ১ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের চাচাতো ভাই মোস্তাফিজ জানান, ছুটি শেষে সোমবার সকালে মহম্মদপুর থেকে মোটরসাইকেল যোগা তার কলিকের সাথে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১২ দিকে মানিকগঞ্জ এলাকায় পৌছালে একটি বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এরপর বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন মৃত্যু নিশ্চিত হলে নিহতের বাড়িতে খবর দেন।