বিশেষ প্রতিবেদক –
হেফাজত নেতা মামুনুল হক কে গ্রেফতারের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ফেসবুকে ষ্ট্যাষ্টাসদিয়ে জিহাদের ডাক দেওয়ায় মাগুরার মহম্মদপুর থানা পুলিশ মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রাম থেকে সোমবার রাতে শাহিন বিল্পব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উক্ত গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে মাগুরায় আদালতে চালান দেয়া হয়।
মাগুরার মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের শাহিন বিল্পব তার ফেসবুকে জিহাদের ডাক দেয়। ফলে উক্ত এলাকায় দুটি গ্রুপের সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় । চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং শাহিন বিল্পবকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে মহম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। ফেসবুকে শাহিন বিল্পবের পোষ্ট কারা কারা শেয়ার করেছেন তা সনাক্তের চেষ্টা চলছে । এলাকায় পুলিশী নজরদারি অাভ্যাহত রয়েছে।