মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার গাংনালিয়া গ্রামে অপচিকিৎসায় এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জরিনা খাতুন (৪৫ ) নামের ঐ গৃহবধু গাংনালিয়া গ্রামের আবু সাঈদ বিশ্বাসের স্ত্রী।
জরিনার স্বামী আবু সাঈদ জানান, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ জড়িনাকে কামড় দেয়। এ সময় তাকে নিকটবর্তী একটি গ্রামে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওঝা জানান জরিনাকে সাপে কাটেনি জ্বিনে ধরেছে। এ সময় বেশ কিছুক্ষণ ঝাড়ফুকের পর তার অবস্থার অবনতি হয়। এ সময় তাকে অন্য এক ওঝার কাছে নিয়ে গেলে সেও বেশ কিছুক্ষণ ঝাড়ফুক দেয় । অবস্থার কোন উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।