মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।বাংলাদেশ নারী ক্রিকেটে সাফল্য অর্জনকারী এই দলের সদস্য শামিমা ও ফাহিমার বাড়ি মাগুরার কমলাপুর ও লক্ষ্মীকোল গ্রামে। মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা দুটি মেয়ে জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে সেরা নৈপুণ্য দেখানোর সুযোগ পাওয়ায় গর্বিত মাগুরার ক্রীড়াঙ্গণ।
এ উপলক্ষে শামিমা এবং ফাহিমাকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ক্রিড়া সংস্থা।
রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের উদ্যোগে জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী ক্রিড়া ব্যক্তিত্ব অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা কুটিলসহ মাগুরার ক্রিড়াঙ্গণের সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ফাহিমা ও শামিমার হাতে ফুলের তোড়া ও নগদ অর্থ তুলে দেন।