মাগুরানিউজ.কমঃ
মাতৃস্নেহে মাগুরার সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে দিন কাটালেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির।
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মাগুরা সরকারি শিশু পরিবারের পক্ষ থেকে হাসনিন মুক্তাদিরের আগমন উপলক্ষে মঙ্গলবার সেখানকার ডরমিটরি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু পরিবারের মেয়েরা হাসনিন মুক্তাদিরকে মায়ের আসনে বসিয়ে সঙ্গীত, নৃত্য ও কৌতুক পরিবেশ করে।
আলোচনাপর্বে বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে হাসনিন মুক্তাদির শিশু পরিবারের এতিম শিশুসহ মাগুরার বিভিন্ন ক্ষেত্রে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নানারকম সহযোগিতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হয়ে গঠে ওঠার পাশাপাশি আগামীর কর্মময় জীবনেও তার প্রতিষ্ঠান সব সময় সহায়ক ভূমিকা নিয়ে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেন।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লাইলা জলি, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, মাগুরা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল আলম প্রমুখ।