মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
আর মাত্র ক’দিন পর পবিত্র ঈদুল ফিতর। তবে এবার বিপণি বিতানগুলোর চিত্র একেবারেই ভিন্ন। নেই কোনো ভিড়-ভাট্টা। নেই বেচা কেনার হাঁকডাক। স্বাভাবিক অবস্থার চেয়েও এবারের ঈদে বিক্রি-বাট্টা খারাপ বলে জানান দোকানীরা। তার ওপর দুপুরের বৃষ্টিতে বিক্রি-বাট্টায় ছন্দ পতন ঘটেছে।
মাগুরা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সময়ের তুলনায় ক্রেতাদের সমাগম কম।
ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্রেতা আকর্ষণ করতে হাক ডাক ছাড়ছেন। একজনকে নাগালে পেলে নিজেদের দোকানে ভেড়াতে উঠে পড়ে লাগছেন। ঈদের আগে এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও খুশি হতে পারছেন না মাগুরার পোষাক ব্যবসায়ীরা। শহরের বেশিরভাগ দোকানেরই একই অবস্থা।
দোকানীরা বলছেন, ঈদ উপলক্ষে এর আগে কখনও এমন দেখিনি। দুই ঈদকে কেন্দ্র করেই আগে আমরা লাভ করতাম। রোজার ঈদ আর কোরবানি ঈদে। এবার দেখছি উল্টো চিত্র, লাভ করবো কি বিক্রিই তো হয় না। এখন ঈদের সময় অথচ স্বাভাবিক সময়ের চেয়েও বেচা কেনা খারাপ।