মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মাগুরার কৃতি সন্তান রায় রমেশ চৌধুরী বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন (দিব্যাং লোকাং স্বগচ্ছতু)।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায় রমেশ ঢাকার লালমাটিয়াস্থ বাসায় স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর স্ত্রী আমেরিকাতে অবস্থান করায় মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
প্রয়াত রায় রমেশের বড় ভাইয়ের ছেলে প্রফেসর হিমাদ্রী শেখর রায় বলেন, কাকি আমেরিকা থেকে ফিরলে কাকার মরদেহ মাগুরার শ্রীপুরের হরিন্দি গ্রামে নিয়ে যাওয়া হবে।
মাগুরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ রায় রমেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।