মাগুরানিউজ.কমঃ

।। ধরনীতে আলোর উৎসব ।।
- মিত্র জয়
তোমার আগমন –
নব চেতনায়,
নতুন দিনের শুভ সূচনায়,
নতুন স্বপ্নের দিশা নিয়ে,
নতুন পথের দিশারী হয়ে।।
ধরনীতে আলোর উৎসব –
এপার ওপার আনন্দ সবখানে,
মেতেছে বাঙ্গালি আগমনী উৎসবে,
গানে গানে সুরে সুরে,
প্রজাপতি ডানা মেলে।।
নতুন সূর্যোদয়ের প্রতিক্ষা –
ধুয়ে মুছে হবে একাকার,
আছে যা কিছু অনাচার,
যা কিছু শুভ হোক তা সবার,
বিজয় হবেই নব চেতনার।।
– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাঞ্জলী। ১৬ মার্চ ২০২০।