
‘আলোর পথে বাংলাদেশ‘
- রাজীব মিত্র জয় –
শেখ হাসিনার নেতৃত্বে,
ঐক্যবদ্ধ বাংলাদেশ।
শপথ নিয়েছে দিপ্তকন্ঠে,
পথ হারাবেনা নির্মিশেষ।।
বঙ্গবন্ধুর আহবানে,
লড়েছে জাতি দিয়েছে প্রাণ।
৩০ লক্ষ প্রাণের দান,
লাল সবুজের বিজয় নিশান।।
সোনার বাংলার স্বপ্ন পুরনে
প্রত্যয়ি আজ পুরো দেশ
উন্নয়নের জোয়ার বইছে
আলোর পথে বাংলাদেশ।।
রাজীব মিত্র জয় – আইনজীবী, সাংবাদিক ও জনসেবা বিশেষজ্ঞ।