মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে শনিবার বিকেল ৩ টায় উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৫ জন সহকারী শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি কাজী মৌটুষী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল বিশ্বাসের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী, সাধারণ সম্পাদক ও চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপদেষ্টা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইবনে আজম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লুর রহমান, পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শেখ, সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খাঁন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ আশরাফ হোসেন পল্টু, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. কুমকুমি খাতুন, হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবির কুমার চক্রবর্তী, সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল বারিক মণ্ডল, লুবনা খাতুন প্রমুখ।