মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাকিল বিশ্বাস (২৫) নামে এক ভূয়া পুলিশকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল বিশ্বাস শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের আকিদুল ইসলামের ছেলে। এ ঘটনার সাথে জড়িত ওই তিন যুবক পলাতক রয়েছে। পলাতকরা হলো, মাগুরা সদর উপজেলার পুকুরিয়া গ্রামের রেজা (২৫), শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মাসুদের ছেলে মিশন (৩০) এবং একই গ্রামের লিটনের ছেলে লিমন (২৫)৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক শাকিল এবং ওই তিন যুবক দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার দোরাননগর এলাকায় বরইচারা গ্রামের রতন মোল্যার ছেলে তবিবুর মোল্যা (৩০) ও দ্বারিয়াপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফয়সাল (২২) মাহেন্দ্র যোগে সাচিলাপুর বাজারে যাওয়ার পথে ওই ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ওই চার যুবক তাদের পথ আটকায়৷ এ সময় তারা ডিবি পুলিশ পরিচয়ে তাদের দেহ তল্লাশি করে। সুকৌশলে কিছু ইয়াবা সিগারেটের প্যাকেটে ঢুকিয়ে তাদের শরীর তল্লাশি করে বের করে। এ সময় তারা তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাদক মামলা দেওয়ার বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। এ সময় তারা তবিবুর ও ফয়সালের কাছে ২০ হাজার টাকা দাবি করে৷ পরে ১৪ হাজার টাকার বিনিময়ে তাদের দুই জনকে ছেড়ে দেয়৷ ওইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে সাচিলাপুর থেকে ফেরার পথে দু-জনে তাদের কালীবাড়ি মোড় এলাকায় দেখতে পায়। তখন তাদের সন্দেহ হলে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শাকিল নামে এক জনকে আটক করলে বাকি তিন জন পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, আটককৃত যুবককের নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।