বিশেষ প্রতিবেদক-
“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার মাগুরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভ‚মিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে ওয়েলফেয়ার সেন্টার, যশোর এর বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর (যুগ্ম সচিব) প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন,
অতিরিক্ত পুলিশ সুপার মোবাশের, ওয়েলফেয়ার সেন্টার যশোর এর সহকারী পরিচালক
মোঃ ফসিউল আলম, মাগুরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাশুদেব কুমার কুন্ডু ও
স্থানীয় নেতৃবৃন্দ। সেমিনারে বক্তাগন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
বলেছিলেন, ”এতদিন প্রবাসীরা দিয়েছেন, এবার আমরা তাঁদের দেব”। যেকারনে বিদেশ ফেরত অভিবাসী কর্মী পুনঃএকত্রীকরণে সহযোগিতা প্রয়োজন পাশে আছে রাইজ। সেমিনার শেষে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী সেমিনারে বিদেশ ফেরত অভিবাসী কর্মীগন, মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।